পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ব্রোঞ্জ জিতলো ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ব্রোঞ্জ ভারতের। হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-৩ ব্যবধানে জয় মনপ্রীত, হরমনপ্রীতদের। টুর্নামেন্টে ব্রোঞ্জ জয় টিম ইন্ডিয়ার। জাপানের (japan) বিরুদ্ধে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল ভারতের। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেন মনপ্রীতরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রণাত্মক মেজাজে খেলা শুরু করে ভারতীয় প্লেয়াররা। বারবার প্রতিপক্ষের বক্সে ঢুকে যাচ্ছিলেন তারা। খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ভারত।

টুর্নামেন্টে অষ্টম ও ম্যাচের প্রথম গোল করেন হরমনপ্রীত। তবে তার ১১ মিনিটের মাথায় পাকিস্তান গোল শোধ করে নেয়। এরপর প্রথম কোয়ার্টারে ২ দলই একটি করে পেনাল্টি পেয়েছিল।

কিন্তু তা মিস করে তারা। দ্বিতীয় কোয়ার্টারে খেলার শুরু থেকে ২ টো দলই পরপর একে অপরের বক্সে আক্রমণ হানাতে থাকে। কিন্তু কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। প্রথম অর্ধে ১-১ গোলেই খেলা শেষ হয়। এই সময়ের মধ্যে ৮ বার পেনাল্টি কর্নার পেয়েছিল ভারতীয় দল।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে গোল করে এগিয়ে যায় পাকিস্তান। তৃতীয় কোয়ার্টার শেষের ৩ মিনিট আগেই সুমিত ভারতকে সমতায় ফেরান ম্যাচে। শেষ কোয়ার্টারে বরুণ কুমার পেনাল্টি থেকে গোল করেন।

এরপর ভারতের হয়ে চতুর্থ গোল করেন আকাশদীপ সিংহ। পাকিস্তানের হয়ে তৃতীয় গোলটি করেন আহমেদ নাদিম। তবে ম্যাচ বাঁচাতে পারেনি পাকিস্তান। দুর্দান্ত পারফর্ম করে ম্যাচের সেরা নির্বাচিত হন ভারত অধিনায়ক মনপ্রীত সিংহ।

এর আগে, মনপ্রীতরা সেমিফাইনালে হেরে গেলেন জাপানের বিরুদ্ধে। ৫-৩ গোলে পরাজয় শিকার করে নিতে হল ভারতীয় হকি দলকে। গ্রুপ পর্বে এই জাপানের বিরুদ্ধেই দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে হার মানতে হল তাদের।

ম্য়াচের প্রথম থেকেই জাপানের আক্রমণের সামনে তাল সামলে উঠতে পারছিল না ভারতীয় দল। শুরু থেকেই ভারতের ডি বক্সে আক্রমণ করতে থাকে।

যার জন্য প্রথমার্ধেই ২ গোল হজম করতে হয় হরমনপ্রীতদের। ম্যাচের তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ১-৫ গোলে পিছিয়ে ছিল। শেষ কোয়ার্টারে ভারত দুটো গোল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৫-৩ গোলে হারতে হয় ভারতীয় হকি দলকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*