
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১৩ রানের বড় জয় প্রথম টেস্টে জয় তুলে নেই ভারত। প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতের গলার কাটা হয়ে উঠেছিলো ডিন এলগার এবং রাসি ভ্যান ডার ডাসেনের তৃতীয় উইকেটের জুটি। তবে দূর্দান্ত এক ডেলেভারিতে ডাসেনকে বোল্ড করে সেই জুটি ভেঙে ভারতকে কাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’ এনে দেন জাসপ্রিত বুমরাহ, পূরণ করেন দূর্দান্ত এক ব্যক্তিগত মাইলফলক।







রাসি ভ্যান ডার ডাসেনের উইকেটটি বিদেশের মাটিতে পাওয়া জাসপ্রিত বুমরাহর শততম টেস্ট উইকেট। এরপর দিনের শেষ ওভারে স্বাগতিকদের ‘নাইটওয়াচম্যান’ কেশভ মহারাজকেও দারুণ এক ইয়র্কারে বোল্ড করেছেন ডানহাতি এই পেসার।
এর মধ্যে দিয়ে ২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সরবমিলিয়ে ১০৫টি উইকেট তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। যার মধ্যে ১০১টি উইকেটই বিদেশের মাটিতে শিকার করেছেন ২৮ বছর বয়সী ভারতীয় পেসার।







আর দারুণ এই মাইলফলক স্পর্শের দিন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের রেকর্ড ভেঙে দিয়ে নয়া নজির গড়েছেন জাসপ্রিত বুমরাহ। বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকারের সময় টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে কম উইকেট থাকার রেকর্ডটি এখন ভারতীয় পেসারের।
এর আগে রেকর্ডের মালিক মোহাম্মদ আমিরের বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকারের সময় টেস্ট ক্যারিয়ারের উইকেট সংখ্যা ছিলো ১১৮ টি।







Leave a Reply