প্রকাশ্যে আসলো IPL স্ক্রিপ্ট, ধোনির বিরুদ্ধে ফাইনাল খেলবে এই দল !

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । আর বাঁকি মাত্র ২ টি ম্যাচ, এরপরেই বিচার হবে সিজিন ১৬ এর বিজেতা।

আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছে আজকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালফায়ার ম্যাচ খেলবে।

এলিমিনেটরে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল, যেখানে LSG কে ৮১ রানে পরাজিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আজকের এই মহা ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে, ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে ফাইনালের জন্য স্ক্রিপ্ট।

দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজকে ১৬ তম সিজিনে চলে এসেছে এই টুর্নামেন্ট। আপাতত ৫ বার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স, ৪ টি ট্রফি রয়েছে চেন্নাইয়ের দখলে এবং ১ টি ট্রফি জিতেছে গুজরাত টাইটান্স।

গত, ৩ বছরের কথা বলতে গেলে, ২০২০ সালে মুম্বই, ২০২১ সালে চেন্নাই ও ২০২২ সালে গুজরাত জয়লাভ করেছিল এই টুর্নামেন্ট। আর এই ৩ দলের মধ্যেই এক দল জিতবে এই ট্রফি।

তবে, ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ফাইনালের স্ক্রিপ্ট। আসলে, আইপিএলের ক্রেজ বাড়ার সাথে সাথে, এই টুর্নামেন্টে ঘটে যাওয়া এমন এমন ঘটনা বেশ কাকতলীয় মনে হতেই পারে।

আপাতত, এবছর কয়েকটি ম্যাচ দেখে মনে হয়েছে যে সেগুলো স্ক্রিপ্টেড। যদিও এমন কিছু হয় বলে নির্দিষ্ট কোনো তথ্য যায়নি পাওয়া। তবুও, ভক্তরা এমন অনেক কিছু ভেবেই থাকেন।

ঠিক তেমনই এবার একটি পোস্টার প্রকাশ করলো স্টার স্পোর্টস। দেখে মনে হচ্ছে যেন তৈরি হয়ে গেছে IPL ফাইনালের স্ক্রিপ্ট। আসলে স্টার স্পোর্টস একটি পোস্টার বার করেছে যেখানে, দেখা যাচ্ছে এম এস ধোনিকে এবং ফাইনালে তার অপেনেন্ট কে হবে সেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে।

কিন্তু এই প্রকাশিত পোষ্টারে রোহিত শর্মার একটি শ্যাডো করা আছে যেটি দেখে বোঝা যাচ্ছে যে ফাইনালে আবার একবার ধোনি বনাম রোহিত দেখা যাবে। এই পোস্টারটি প্রকাশ্যে আসতেই হঠেছে অনেক প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*