
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছেন হার্দিক পাণ্ডিয়ার দল।
অন্য দিকে, এলিমিনেটরে লক্ষ্মৌ সুপার জায়ান্টসকে হারিয়েছেন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আজ যে দল জিতবে সে দলই টিকেট কাটবে আহমেদাবাদে আইপিএলে ফাইনালের।
শুক্রবার আহমেদাবাদের মাঠে নামার আগে দু’দলকেই চিন্তায় রাখতে পারে ব্যাটিং। এলিমিনেটরে ব্যাট হাতে রান পাননি মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান।
মিডল অর্ডারে সুরিয়া কুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, টিম ডেভিডরা কোনো ভাবে ব্যর্থ হলে ভেস্তে যেতে পারে মুম্বাইয়ের আইপিএল ফাইনাল যাত্রা। সে জন্য উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেতে মুম্বাই সমর্থকরা তাকিয়ে থাকবে রোহিত-কিশানের প্রতি।
অপরদিকে শুভমন গিল ছাড়া গুজরাটের ব্যাটিং নিয়েও আছে দুশ্চিন্তার। ব্যাটিংয়ে শুভমন নিয়মিত রান পেলেও আশানুুরুপ পারফরর্ম করতে পারছেন না অপর ওপেনার ঋদ্ধিমান সাহার।
গুজরাটকে ভাবাতে পারে অধিনায়ক হার্দিকের ফর্ম। শেষ দিকে দলের হার ধরতে ব্যর্থ হচ্ছেন গুজরাট অধিনায়ক। লোয়ার মিডল অর্ডারে একাই লড়াই করছেন রশিদ খান ।
দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াই জমিয়ে তুলতে পারে মুম্বাই আর গুজরাটের বোলিং লাইন আপ। নতুন বলে ভালো শুরু পাচ্ছেন গুজরাট পেসার মোহম্মদ শামি।
এছাড়া রশিদ খানের স্পিন আক্রমণ তো আছেই। ম্যাচের মোড় পাল্টে দিতে পারে আরেক আফগান নুর আহমেদ। ছন্দে রয়েছেন মোহিত শর্মাও। বল হাতে গুজরাটের শক্তি বাড়াতে পারে অধিনায়ক হার্দিকের বোলিং।
সব ছাপিয়ে মুম্বাইয়ের বোলিংয়ে এখন ধ্রুবতারা আকাশ মাধোয়াল। লক্ষ্মৌর বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৫ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের ভরসা দিচ্ছেন তিনি।
তিাই আকাশের বুধবারের ছন্দ শুক্রবারও দেখতে চাইবেন মুম্বাই সমর্থকরা। ঘরের মাঠে খেলার সুবিধা গুজরাট পেলেও গুজরাটকে চ্যালেঞ্জ জানাতে পারে গ্রিন, পীযূষ চাওলারা।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সুরিয়া কুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, ঋত্ত্বিক শকিন, পীযুশ চাওলা, জেসন বেহরনড্রফ, আকাশ মাধওয়াল।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জশুয়া লিটিল, মোহিত শর্মা, নুর আহমেদ, মোহাম্মদ শামি।
Leave a Reply