বাংলাদেশ সফরে ৩ ম্যাচের একদিনের সিরিজে ভারত ১-২ ব্যবধানে হার মেনেছে। এবার লড়াই শুরু টেস্ট সিরিজের। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টর শুরুটা ভালো না হলেও প্রথম দিনের শেষে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। এখন দেখার যে দ্বিতীয় দিনের খেলার রাশ থাকে কাদের হাতে।
ভারতের কাছে ২ ম্যাচের টেস্ট সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে টিম ইন্ডিয়ার ২টি টেস্টে জয় তুলে নেওয়া জরুরি। কোনও ম্যাচ হারলেও সুযোগ থাকবে ভারতের সামনে।
তবে এর পরেই যেহেতু ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে টিম ইন্ডিয়াকে, তাই তুলনায় দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে হেরে বসলে তার প্রভাব পড়তে পারে ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানে।
জাকির হাসানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই পন্তের দস্তানায় ধরা পড়েন নাজমুল। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে বাংলাদেশ। ব্যাট করতে নামেন ইয়াসির আলি। প্রথম ওভারে ২ রান ওঠে।
৩.৩ ওভারে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইয়াসির আলি। ১৭ বলে ৪ রান করেন তিনি। বাংলাদেশ ৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিটন দাস।
ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। তারা সাকুল্যে ১০ ওভার ব্যাট করেছে। লিটন ২৬ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ১৬ বলে ৯ রান করেছেন জাকির হাসান। মেরেছেন ২টি চার।
১৩.২ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। ৩০ বলে ২৪ রান করেন লিটন। মারেন ৫টি চার। বাংলাদেশ ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। সিরাজ ৬ ওভারে ৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
১৭তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ। তাদের স্কোর ৩ উইকেটে ৫৬ রান। ২০ রানে ব্যাট করছেন জাকির হাসান। ৮ রান করেছেন মুশফিকুর।
১৭.২ ওভারে মহম্মদ সিরাজের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন জাকির হাসান। ৪৫ বলে ২০ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলাদেশ ৫৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান।
২৫তম ওভারে প্রথমবার বল করতে আসেন কুলদীপ যাদব। তিনি ওভারের দ্বিতীয় বলে আউট করেন শাকিব আল হাসানকে। ২৪.২ ওভারে কোহলির হাতে ধরা দেন বাংলাদেশ দলনায়ক। ২৫ বলে ৩ রান করেন শাকিব। বাংলাদেশ ৭৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুরুল হাসান।