বাভুমা ও ডুসেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। যদিও শেষমেশ ১-২ ব্যবধানে টেস্ট সিরিজে হারতে হয় ভারতকে। এবার লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দলের যাত্রা শুরু প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। বোল্যান্ড পার্কে জিতে কারা সিরিজে লিড নেয়, সেটাই হবে দেখার।

দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৯৬/৪

শার্দুল ঠাকুরের শেষ ওভারে ১৭ রান ওঠে। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯৬ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৯৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন রাসি ভ্যান ডার দাসেন।

২ বলে ২ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। এছাড়া তেম্বা বাভুমা ১১০ রান করেন। ডি’কক করেন ২৭ রান। ভারতের হয়ে ৪৮ রানে ২ উইকেট নেন বুমরাহ। ৫৩ রানে ১ উইকেট নেন অশ্বিন। ১০ ওভারে ৭২ রান খরচ করেও উইকেট পাননি শার্দুল। বেঙ্কটেশ আইয়ারকে বলই করায়নি ভারত।

বাভুমা আউট
৪৮.১ ওভারে বুমরাহর বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন তেম্বা বাভুমা। ৮টি বাউন্ডারির সাহায্যে ১৪৩ বলে ১১০ রান করে ক্রিজ ছাড়েন তেম্বা। দক্ষিণ আফ্রিকা ২৭২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ম্যাচে বুমরাহর এটি দ্বিতীয় শিকার। ৪৯ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৭৯/৪।

শতরান দাসেনের
৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ভ্যান ডার দাসেন। ৪৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ২৭২ রান তুলেছে। বাভুমা ১১০ ও দাসেন ১০৯ রানে অপরাজিত রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*