বিগ ব্যাশ লিগে নতুন অনন্য এক রেকর্ড গড়লেন ভারতীয় এই ক্রিকেটার

কেএফসি টি২০ বিগ ব্যাশ লীগ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। ২০১১ সালে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘটে।

এ প্রতিযোগিতাটি পূর্বতন কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশের স্থলাভিষিক্ত হয়। প্রতিযোগিতার শীর্ষ দুই দল চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।

কেউ কেউ সারা জীবনে কোনও হ্যাটট্রিক পান না, সেখানে গুরিন্দর সাঁধু তিন তিন বার হ্যাটট্রিক করলেন। বলা যায় হ্যাটট্রিকের হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ার লিস্ট-এ ক্রিকেটে তিনিই প্রথম ক্রিকেটার যাঁর তিনটি হ্যাটট্রিক রয়েছে।

২০১৮ সালে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। দ্বিতীয় হ্যাটট্রিকটি আসে গত বছর নভেম্বর মাসে। বিগ ব্যাশ লিগে বৃহস্পতিবার ফের হ্যাটট্রিক করলেন গুরিন্দর।

আন্তর্জাতিক মঞ্চে যদিও খুব বেশি পরিচিত নন এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর।

৫৮ রান দিয়ে নিয়েছিলেন অজিঙ্ক রাহাণের উইকেট। এর পর আর একটাই ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার হয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ইয়ান বেল এবং অইন মর্গ্যানের উইকেট নেন তিনি।

বৃহস্পতিবার সিডনি থান্ডারের হয়ে খেলতে নেমেছিলেন গুরিন্দর। পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২২ রান দিয়ে হ্যাটট্রিক-সহ চার উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন এই বাঁহাতি পেসার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*