
ক্রিকেট ছেড়েছেন বহুবছর হলো। এবার রাজনীতির ময়দানে পা রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া। মঙ্গলবার তিনি যোগদান করলেন বিজেপি পার্টিতে। বছর ৪৪’এর এই প্রাক্তন বাম – হাতি ব্যাটার খেলেছিলেন ২০০৩ সালের বিশ্বকাপ।







সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেইবার ভারতীয় দল সুযোগ করে নিয়েছিলো বিশ্বকাপের ফাইনালে। দেশের হয়ে মোঙ্গিয়া খেলেছিলেন ৫৭ টা ওয়ানডে ম্যাচ। সেখানে ২৭.৯৫ গড়ে তিনি করেছিলেন ১,২৩০ রান।
২০০২ সালে গুয়াহাটিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস (১৫৮) টি খেলেছিলেন তিনি। বিদেশ সফরে গেলেই মোঙ্গিয়া’র ব্যাটিং টেকনিক নিয়ে বরাবর প্রশ্ন উঠতো। তবে এক্ষেত্রে একাধিক বার নিজেকে প্রমাণিত করেছেন তিনি।
অনেকেই জানেন না মোঙ্গিয়া প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ২০০৪ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে এই নজির গড়েছিলেন তিনি।







ফর্ম ফিরে পেতে সেই বছর কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে করেন কেরিয়ারের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি।
২০০৩ সালে ভিভিএস লক্ষণের বদলে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ করে নেন মোঙ্গিয়া। যদিও পরবর্তী সময়ে চোটের জেরে ২০০৫ সালের এপ্রিল মাসে দল থেকে বাদ পড়েন।
২০০৬ সালে মালেয়শিয়াতে আয়োজিত ভারত- অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজে ফের আরও একবার ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান মোঙ্গিয়া। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে খেলেন অপরাজিত ৬৮* রানের ইনিংস। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে তাকে খেলতে দেখা গেছে আইসিএলে।







Leave a Reply