বিরাট কোহলি,শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে রাহুলকে অধিনায়ক করার গোপন তথ্য ফাঁস করলেন চেতন শর্মা

আনফিট রোহিত শর্মার বদলে কেন কেএল রাহুলের হাতে একদিনের দলের দায়িত্ব তুলে দেওয়া হল? প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ আইপিএল-এ পঞ্জাব কিংসকে দুই মরশুম নেতৃত্ব দেওয়া ছাড়া অধিনায়ক হিসেবে কেএল রাহুলের তেমন অভিজ্ঞতা নেই।

যদিও মুখ্য নির্বাচক চেতন শর্মা জানিয়ে দিলেন কেএল রাহুলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আসল কারণ।

একদিনের সিরিজের দল ঘোষণা করতে গিয়ে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে চেতন বলেন, “আমরা বর্তমানে রাহুলের দিকে নজর রাখছি। ওকে ভবিষ্যতের জন্য তৈরি করছি।

ক্রিকেটের তিন ফরম্যাটেই খুব ভাল ব্যাটার রাহুল। অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে ওর। রাহুল আগেও বুঝিয়েছে নেতা হিসেবে ও সফল। তাই আমরা ওর উপর ভরসা রেখেছি।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দল পরিচালনা করলে আাগামী দিনে রাহুল আরও পরিণত হবে। সেটাও জানিয়েছেন চেতন। মুখ্য নির্বাচক যোগ করেন, ”

রোহিত ফিট না থাকায় রাহুলই সেরা বিকল্প। দক্ষিণ আফ্রিকায় দলকে নেত়ৃত্ব দিলে তা রাহুলকে আরও পরিণত করবে। তাতে আগামী দিনে দলের পক্ষেই ভাল হবে।”

জাতীয় দলের অধিনায়কত্ব না করলেও আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়ক রাহুল। ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে কর্নাটকের হয়ে খেলছেন। রোহিত না থাকায় দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট দলেরও সহ অধিনায়ক তিনি।

তাই কেএল রাহুলের উপর ভরসা দেখিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিচ্ছেন আগামী দিনে তাঁকেই নেতা হিসেবে ভাবছে বিসিসিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*