![[]][](https://bongokhobor.com/wp-content/uploads/2023/05/unnamed-file-3-678x381.jpg)
একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে আইপিএল ২০২৩। আজ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর তারপর বাকি থাকবে আর একটিমাত্র ম্যাচ। সেটা মেগা ফাইনাল। ইতিমধ্যেই আইপিএল থেকে বিদায় নিয়েছে সাতটি দল। এই মুহূর্তে খেতাব জয়ের লক্ষ্যে রয়েছে মুম্বাই, চেন্নাই এবং গুজরাট।
এরই মাঝে আইপিএলের সেরা একাদশ বেছে নিয়েছেন জিও ক্রিকেটের ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে অবাক করা ব্যাপার এটাই যে তাদের পছন্দের সেরা দলে নেই দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি।
JioCinema experts IPL 2023 XI. pic.twitter.com/vXv7sZfxXS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 25, 2023
বিরাট সুযোগ না পেলেও এই দলে সুযোগ পেয়েছেন আরসিবিতে তারই সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি। ওপেনিংয়ে রাখা হয়েছে তাকে। ফ্যাফের সঙ্গে ওপেনিংয়ে রয়েছেন রাজস্থানের তরুণ ওপেনার জশস্রী জয়সওয়াল।
মিডল অর্ডারে আবার রয়েছেন সূর্যকুমার যাদব, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, অক্ষর প্যাটেল। ব্যাট হাতে এবারের আইপিএল এর অন্যতম সেরা পারফরমার কেকেআরের রিঙ্কু সিংকেও কেউ জায়গা দেওয়া হয়নি এই দলে। যা অবাক করেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
এছাড়াও তাদের দলে নেই রোহিত শর্মা। রোহিত অবশ্য এবারের আইপিএলে খুব একটা ফর্মে ছিলেন না। তবে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি যে ভাবে পারফরমেন্স করেছেন তাতে বিশ্বের যেকোন দলের সেরা একাদশে বিরাট কোহলির জায়গা হওয়া বাধ্যতামূলক।
বিরাট সুযোগ না পেলেও এই দলে সুযোগ পেয়েছেন আরসিবিতে তারই সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি। ওপেনিংয়ে রাখা হয়েছে তাকে। ফ্যাফের সঙ্গে ওপেনিংয়ে রয়েছেন রাজস্থানের তরুণ ওপেনার জশস্রী জয়সওয়াল।
মিডল অর্ডারে আবার রয়েছেন সূর্যকুমার যাদব, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, অক্ষর প্যাটেল। ব্যাট হাতে এবারের আইপিএল এর অন্যতম সেরা পারফরমার কেকেআরের রিঙ্কু সিংকেও কেউ জায়গা দেওয়া হয়নি এই দলে। যা অবাক করেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
JioCinema experts IPL 2023 XI. pic.twitter.com/vXv7sZfxXS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 25, 2023
ফ্যাফ ডু’প্লেসি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, অক্ষর প্যাটেল, রশিদ খান, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, মাথিশা পাথিরানা।
Leave a Reply