বিশ্বকাপে ভারতকে হারিয়ে (পিসিবি) থেকে বড় পুরস্কার পেতে যাচ্ছে বাবর আজমরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে বাবর আজমরা।

অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু গত অক্টোবরে ভারতীয়দের রীতিমতো হতাশ করে দেন বাবর আজম, মোহাম্মদ রিজোয়ান ও শাহিন শাহ আফ্রিদিরা।

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ১৫১/৭ রানে গুটিয়ে দিয়ে ১৩ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান ক্রিকেট দল।

এরপর গ্রুপের অন্যতম সেরা দল নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে পাকিস্তান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*