ব্রেকিং নিউজঃ আইপিএলের চার মেগা স্টারকে দলে টানছে কুমিল্লা

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলতে আসবেন ফাফ ডু প্লেসি। বিপিএলের অষ্টম আসরে কুমিল্লার হয়ে মাঠ মাতাবেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।

দুইবারের শিরোপাজয়ী কুমিল্লা ইতিমধ্যেই ডু প্লেসির সঙ্গে কর্থাবার্তা চূড়ান্ত করেছে। বিপিএলে এখন পর্যন্ত খেলা না হলেও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন ডু প্লেসি।

তামিম ইকবালের সঙ্গে এক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে সাবেক প্রোটিয়া অধিনায়ক বলেছিলেন, সুযোগ পেলে বিপিএল খেলতে চান তিনি। শুধু তাই নয়, নিয়মিত বিপিএলের খোঁজখবর রাখেন তিনি।

এবারও কুমিল্লার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন। দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কুমিল্লা।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইনের দিকেও নজর রয়েছে দলটির।
২০২২ সালের ২০শে জানুয়ারি শুরু হবে বিপিএলের অষ্টম আসর।

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ছয়টি ফ্রাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসর। এবারের আসরে ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি। বিপিএলে ফেরার ঘোষণা দেওয়ার পর একের পর এক চমক দিয়েই চলছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

প্লেয়ার ড্রাফটের আগেই তিন বিদেশি তারকাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারাইন, সাবেক দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসিকে ভেড়ায় কুমিল্লা।

এবার তারা ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলীকে দলে টেনেছে। এই তিনজনের পর এবার আরেক উইন্ডিজ তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়াতে চাচ্ছে কুমিল্লা।

এদের মধ্যে আইপিএলে রাসেল-নারাইন কলকাতা এবং মঈন-ডু প্লেসি চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া কুমিল্লার আইকন হিসেবে থাকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর কোচের ভূমিকায় দেখা যাবে দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*