
সোমবার জানা গিয়েছিল চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবেন না রোহিত শর্মা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে জানা গেল প্রোটিয়াদের দেশে এক দিনের সিরিজ নাকি খেলবেন না বিরাট কোহলী।







কারণ, মেয়ে ভামিকার প্রথম জন্মদিন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নাকি এ কথা জানিয়ে দিয়েছেন সদ্য এক দিনের দলের নেতৃত্ব হারানো কোহলী। তবে শুধুই মেয়ের জন্মদিন, নাকি নেপথ্যে অন্য কারণও রয়েছে?
এক সংবাদমাধ্যম জানিয়েছে, কোহলী আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। গত বছর ১১ জানুয়ারি জন্ম হয়েছিল ভামিকার।
ভারতের শেষ টেস্ট শুরু হচ্ছে সে দিন। শেষ ১৫ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজ। টেস্ট সিরিজ শেষ হলে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে কোহলীর।
তবে শুধুই কি মেয়ের জন্মদিন বলে এক দিনের সিরিজ খেলবেন না কোহলী? নাকি তার পিছনে অন্য কারণও রয়েছে? স্বেচ্ছায় টি২০ দলের অধিনায়কত্ব ছাড়লেও এক দিনের অধিনায়কত্ব ছাড়ার প্রক্রিয়া অন্য রকম ছিল।







কোহলী নিজে কোনও সিদ্ধান্ত জানাননি। নির্বাচকরা দল ঘোষণার সময় সরিয়ে দেন তাঁকে। অধিনায়ক করা হয় রোহিতকে। এ ভাবে সিরিজ না খেলার পিছনে সেই কারণও কাজ করতে পারে।
কোহলী না খেললে টি২০ বিশ্বকাপের ব্যর্থতার পরে পর পর দু’টি সিরিজে দুই ফরম্যাটের অধিনায়ককে এক সঙ্গে খেলতে দেখা যাবে না। ভারতে নিউজিল্যান্ড সিরিজেও টি২০ দলে ছিলেন না কোহলী।
অন্য দিকে টেস্ট দলে খেলেননি রোহিত। সেই একই ছবি এ বার দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকা সফরে।







Leave a Reply