আইপিএল নিলামের আগে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির নজর যেখানে দল গড়া নিয়ে অঙ্ক কষায় রয়েছে, নাইট রাইডার্স সেখানে বিদেশ লিগে দলের কাণ্ডারী কে হবেন, তা নিশ্চিত করে ফেলে।
ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়, ইন্টারন্যাশনাল লিগ টি-২০’তে আবু ধাবি নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন সুনীল নারিন।
নতুন বছরের জানুয়ারিতে শুরু হবে আমিরশাহির নতুন টি-২০ লিগ, যার নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০।
𝐂𝐀𝐏𝐓𝐀𝐈𝐍 𝐀𝐋𝐄𝐑𝐓 ⚠️
Presenting the 𝘒𝘯𝘪𝘨𝘩𝘵-𝘪𝘯-𝘤𝘩𝘢𝘳𝘨𝘦 at @ADKRiders! 👊🇦🇪#AbuDhabiKnightRiders #ILT20 @ILT20Official #ALeagueApart pic.twitter.com/T9qxhEH7lD
— Abu Dhabi Knight Riders (@ADKRiders) December 14, 2022
১৩ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আবু ধাবি নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস।