
যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ম্যাচের শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক রকিবুল হাসান।







বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করেছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৩৮.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ হেরেছে ১০৩ রানে।
টসে জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশের যুবারা। দলীয় ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেন তানজিম হাসান। ১৫ রান করা হারনুর পান্নুকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর দলীয় ৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেন নাঈমুর রহমান।







আরেক ওপেনার অংকৃষ রঘুবংশীকে ১৬ রানের প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দলীয় ৬২ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট তুলে নেন মেহরাব হোসেন।
তবে এই দিন ভারতের হয়ে হাল ধরেন শাইক রাশেদ। তার দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করেই বড় সংগ্রহ পায় ভারত। শাইক ৯০ এবং ভিকি অস্তওয়াল ২৮ রান করে অপরাজিত থাকেন।
এছাড়াও ভারত দলের হয়ে যশ ডুল ২৬ এবং রাজনগদ বাওয়া ২৩ রান করেন। বাংলাদেশের হয়ে অধিনায়ক রকিবুল হাসান ৪১ রানে ৩ উইকেট লাভ করেন। এছাড়াও তানজিম হাসান, মেহরাব হোসেন, নাঈমুর রহমান, আরিফুল হক প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।







Leave a Reply