ব্রেকিং নিউজঃ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পাক অধিনায়কের অভিষেক

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। যেন উইকেট যাওয়ার মিছিল শুরু হয়েছে। একে একে আউট হয়ে গেছেন বাংলাদেশের ৭ ব্যাটসম্যান।

এতে ফলো-অন এড়ানো নিয়ে শঙ্কা জাগার পাশাপাশি শেষ দিন হাতে রেখে হারের শঙ্কাও কাজ করছে। এই মুহূর্তে পাকিস্তানে বিপক্ষে প্রথম ইনিংসে ২২৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে এর আগে তিনি কখনই বোলিং করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যে বোলিং করেছেন।

চলতি ঢাকা টেস্টের চতুর্থ দিনে আজ মঙ্গলবার বোলার হিসেবে বাবর আজমের ‘আন্তর্জাতিক অভিষেক’ হয়ে গেল! বাংলাদেশের ব্যাটিং ধস দেখে হয়তো বাবরেরও বোলিং করার শখ জাগে।

ইনিংসের ২৬তম ওভারে তিনি বোলিংয়ে আসেন। ডানহাতি অফ স্পিনে ওই ওভারে দেন মাত্র ১ রান। তাইজুল একটা ক্যাচও দিয়েছিলেন, যদিও তা হাতছাড়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*