
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। এটি বাংলার মেয়েদের ব্যাক টু ব্যাক শিরোপা। সবশেষ আসরেও শিরোপা জিতেছিল লাল সবুজের দল।












২৫ মিনিটে আবার দুর্ভাগ্যের শিকার স্বাগতিকেরা। ডান প্রান্ত থেকে আনাই মগিনির আকাশে ভাসানো শট প্রতিহত হয় বারে। গোলমুখে দলের একজন থাকলে হয়তো সেই দফাতেই লিড পেত বাংলাদেশ।
এরপর বেশ কয়েকবার আঘাত পালটা আঘাত হয়েছে। কিন্তু গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোল শূন্যতে শেষ হয় ফাইনালের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও খেলাতেও ছিল আক্রমণ পাল্টা আক্রমণ। ৮০ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান আনাইমুকিনি। তার দুর্দান্ত দক্ষতায় বল জড়ায় ভারতের জালে। আর গর্জনে মেতে ওঠে কমলাপুর স্টেডিয়াম।
এই লিড বাকি দশ মিনিট ধরে রাখে বাংলাদেশ। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাধভাঙ্গা আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।







Leave a Reply