ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দেবেন এই দুই তারকা ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসকে লোকেশ রাহুল এবং দিল্লি ক্যাপিটালসকে শ্রেয়ার আইয়ার নেতৃত্ব দিলেও এখন পর্যন্ত ভারতের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তাদের। তবে ভবিষ্যতে রাহুল এবং আইয়ার ভারতকে নেতৃত্ব দেবেন বলে মনে করেন রবি শাস্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতের নেতৃত্ব নিয়ে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে। যেখানে বিরাট কোহলি এবং সৌরভ শাস্ত্রীর বিপরীতমূখী মন্তব্যে সেই বিতর্ক আরও খানিকটা বেড়েছে। বর্তমানে সাদা বলের ক্রিকেটে ভারতের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা।

এদিকে ভারতের টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে ইনজুরির কারণে রোহিত না থাকায় কোহলির ডেপুটি হিসেবে রয়েছেন রাহুল। ভারতের অধিনায়কত্ব নিয়ে যখন এত আলোচনা সমালোচনা তখন ভবিষ্যত অধিনায়ক নিয়ে কথা বলেছেন শাস্ত্রী।

ভারতের সাবেক কোচের মতে, ভবিষ্যতে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল এবং আইয়ার। জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকলেও আইপিএলে নেতৃত্ব দিয়েছেন তারা।

শিরোপা জেতাতে না পারলেও তাদের নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে। শাস্ত্রীর বিদায়ের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। কোচিংয়ে দ্রাবিড় নিজের কাজটা নিজে জানেন বলে জানিয়েছেন শাস্ত্রী।

এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘রাহুল দ্রাবিড় নিজের কাজটা জানে। আমি সবাইকে বলব তাকে উপভোগ করো। লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারের মাঝে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার গুণাবলি রয়েছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*