ভারতের জার্সি গায়ে ২০২২ বিশ্বকাপ মাতাবেন মুদির ছেলে

আসন্ন বছরের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে ২০২২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ভারত এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে। ভারতের এই দলে সুযোগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সিদ্ধার্থ যাদবও।

তরুণ ক্রিকেটার সিদ্ধার্থের বাবা গাজিয়াবাদের কোটগাঁওয়ে একটি মুদি দোকান চালান। সিদ্ধার্থ অনেক সংগ্রাম করে নিজের জায়গা তৈরি করেছেন।

সিদ্ধার্থ, একজন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান, সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের (অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ) জন্যও নির্বাচিত হয়েছেন।

ভারতের বিশ্বকাপ দলে বাঁহাতি ব্যাটসম্যান সিদ্ধার্থ জায়গা পেতেই গাজিয়াবাদের কোটগাঁওয়ের মুদি দোকানটি খবরের শিরোনামে চলে এসেছে। সিদ্ধার্থের বাবা শ্রাবণ যাদব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন,

যখন থেকে তার ছেলে ভারতীয় দলে নির্বাচিত হয়েছে, তখন থেকেই দোকানে তাকে অভিনন্দন জানাতে লোকজনের ঢল নেমেছে। সেখানেই সিদ্ধার্থের বাবা জানান ছেলের লড়াইয়ের গল্প। সিদ্ধার্থের গল্পটিও সেই খেলোয়াড়দের মতো, যাদের ছোট শহরে প্রাথমিক স্তরে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।

শ্রাবণ যাদবের মতে, ‘সে (সিদ্ধার্থ) যখন ছোট ছিল, আমার স্বপ্ন ছিল তাকে ক্রিকেট খেলতে দেখার। প্রথমবার যখন বাঁহাতে ব্যাট নিয়েছিল তখন তার মা বলেছিল, ‘ওটা উল্টো।

আমি বলেছিলাম এটাই হবে সঠিক। তারপর থেকে তিনি শুধু বাঁহাতেই ব্যাট করছেন।’ সিদ্ধার্থের ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হয়েছিল ৮ বছর বয়সে।

ছেলেকে এখানে আনতে বাবা অনেক ত্যাগ স্বীকার করেছেন। শুরুর দিনগুলোর কথা মনে করে শ্রাবণ যাদব বলেন, প্রতিদিন বিকেলে আমি আমার ছেলেকে কাছের মাঠে ব্যাটিং অনুশীলন করতে নিয়ে যেতাম।

শ্রাবণ যাদব বলেন, ‘আমি আমার দোকান বন্ধ করে ৩ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করাতাম। দুপুর ২টায় দোকান বন্ধ হয়ে যেত। সন্ধ্যা ছয়টায় ফিরে এসে আবার দোকান খুলতাম।’

সিদ্ধার্থের পরিবারে সবাই ছেলের ক্রিকেট খেলাকে সমর্থন করেনি। সিদ্ধার্থ বলেছেন যে ঠাকুমা চেয়েছিলেন আমি পড়াশোনায় মনোযোগ দিই। তারা মনে করত, আমি পড়াশুনা না করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি ভবঘুরে হয়ে যাব। কিন্তু আমার বাবা দৃঢ় ছিলেন। এটা তার স্বপ্ন ছিল, যা আমাকে পূরণ করতে হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*