
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ টস-ভাগ্য সঙ্গ দিল ভারতের। টস জিতে ভারত অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। সুতরাং, কেপ টাউনে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে রান তাড়া করবে ভারত।







দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জানেমন মালান ও কুইন্টন ডি’কক। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন দীপক চাহার।
চাহারের বলে পন্থের হাতে ক্যাচ তুলে ৬ বলে ১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন মালান। ১২ বল্ফ্রিে ৮ রান করে রাহুলের সরাসরি থ্রো আউট হয়ে প্যাভিলিয়নে ফিরান প্রোটিয়া অধিনায়ক ভাবুমাকে।
ডি-কক- মার্ক্রামের ৬২ বলে ৬০ রানের পার্টনারশিপ। এই প্রতিবেদন লেখার সময় ১২.২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান।







Leave a Reply