ভারতের বোলিং তোপে শুরুতেই জোড়া উইকেট হারাল অস্ট্রেলিয়া, দেখেনিন স্কোর

বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে অস্ট্রেলিয়া ও ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে বটে, তবে তারা এখনও টিকিট নিশ্চিত করতে পারেনি।

অন্য কোনও দল কেমন খেলবে, তার উপর নির্ভর না করেই ভারতকে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হয়, তবে তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের অন্যত তিনটি ম্যাচ জিততেই হবে। অন্তত ২টি ম্যাচ জিতলেও রোহিত শর্মাদের ফাইনালে যাওয়ার রাস্তা খোলা থাকবে।

তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইডিয়াকে। স্বাভাবিকভাবেই নাগপুরে সিরিজের প্রথম টেস্টে অজিদের বিধ্বস্ত করতে মরিয়া ভারত।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস হারল ভারত। টস জিতে অজি দলনায়ক প্যাট কামিন্স শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নাগপুরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। বোলিং শুরু করেন মহম্মদ শামি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ওয়ার্নার। চতুর্থ বলে ১ রান নেন খোয়াজা। প্রথম ওভারে ২ রান ওঠে।

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তিনি নিজের প্রথম বলেই উসমান খোয়াজার উইকেট তুলে নেন। ১.১ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন উসমান। তিনি ৩ বলে ১ রান করেন। অস্ট্রেলিয়া ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।

২.১ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। ৫ বলে ১ রান করেন ডেভিড। অস্ট্রেলিয়া ২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৬ রান।

৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২৫ রান। স্টিভ স্মিথ ১২ বলে ৬ রান করেছেন। ১৬ বলে ১৩ রান করেছেন মার্নাস। স্মিথ ১টি ও ল্যাবুশান ৩টি বাউন্ডারি মেরেছেন।

ম্যাচের প্রথম ঘণ্টাতেই উভয় প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ নিয়ে আসে ভারত। একপ্রান্ত দিয়ে জাদেজা ও অন্য প্রান্ত দিয়ে অক্ষর প্যাটেলকে বোলিংয়ে নিয়ে আসেন রোহিত। যদিও জাদেজাকে প্রথম স্পেলে মাত্র ১ ওভার বল করায় ভারত। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২৭ রান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *