
ভারতীয় ক্রিকেট দল যখনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে, কোনও না কোনও কারণে বিতর্ক তৈরি হয়। বরাবরের মতো এবারও পিচ নিয়ে দ্বিধায় অস্ট্রেলিয়া দল ও সেখানকার মিডিয়া।






গত কয়েকদিনে নাগপুর টেস্ট নিয়ে যা কিছু বলা হয়েছে, তার বেশির ভাগই পিচ নিয়ে। ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে পিচ প্রশ্নে সাংবাদিককে কটাক্ষ করেন অধিনায়ক রোহিত শর্মা।
প্রথম পিচটি ব্যবহৃত হয়েছিল ২০১৩-১৪অ্যাসেজ সিরিজে। চতুর্থ ইনিংসের সময় পিচে এতটাই ফাটল ছিল যে আপনার পকেট থেকে খুচরো পয়সা পড়ে গেলে অতল গহ্বরে তলিয়ে যেত! হ্যারিস-জনসনের আগুনে পেস বা নাথান লিওঁ-র স্পিন – কোনওটাই বুঝে উঠতে না পেরে ১৫০ রানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড।
দ্বিতীয় পিচটি এই কদিন আগেই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে ব্যবহৃত হয়েছে। পিচ তো না, যেন ঘাসের মধ্যেই খেলা হয়েছিল! ২দিনের কম সময়ের মধ্যে খেলা শেষ এবং ৩৪উইকেটের পতন! অস্ট্রেলিয়া সেই ম্যাচেও সহজেই জিতেছিল।






তো প্রশ্ন হচ্ছে, এখন এই আদ্যিকালের গল্প বলছি কেন? এই ‘আনফেয়ার’ পিচের প্রসঙ্গ কেন তুললাম? তার কারণ হল, সিরিজ শুরুর আগেই টিপিকাল অস্ট্রেলিয়ান কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের পিচ নিয়ে! তাদের অভিযোগ, অস্ট্রেলিয়ার দলে বেশি বাঁ-হাতি ব্যাটার থাকায় ভারত ইচ্ছে করে পিচের একদিকে জল দিচ্ছে না!
আরে ভাই, এতই যখন সমস্যা, তাহলে দু-তিনটে ডানহাতি ব্যাটার বেশি খেলানো হোক অস্ট্রেলিয়ার তরফে। যারা প্রথম দলের প্লেয়ার, তাদের খেলাতেই হবে, এমন দিব্যি কে দিয়েছে? কন্ডিশন অনুযায়ী সব দলই তো প্লেয়ার পরিবর্তন করে! ডানহাতি হ্যান্ডসকম্ব তো আছেন! গ্রিনের রিপ্লেসমেন্ট আনা হয়নি কেন? আর স্মিথ-লাবুসেনরা নিশ্চয়ই প্রত্যেক বলে সুইচ হিট মারছেন না আজকাল!
নিজেদের মাঠে সব ঠিক আছে, কিন্তু নিজেদের বিপক্ষে কিছু গেলেই এদের যত সমস্যা! ঘরের মাঠে যেকোনও দল নিজেদের পছন্দের পিচ বানায়। কেউ প্রচুর রান তোলার জন্য হাইওয়ে পিচ বানায়, কেউ স্পিনারদের সাহায্য পাওয়ার জন্য র্যাঙ্ক টার্নার বানায়, কেউ গ্রিন টপ, কেউ ধানক্ষেত ইত্যাদি ইত্যাদি।






সবাই জেতার জন্যই পিচ বানায়, কিন্তু এরকম কান্নাকাটি খুব কম দলের সমর্থকদেরই করতে দেখেছি! ভারত ক’দিন আগেই মিরপুর থেকে ম্যাচ জিতে এসেছে, যেখানে বাংলাদেশকে হারানো যথেষ্ট চাপ! এই অস্ট্রেলিয়াও তো এককালে ভারতে এসে ভারতকে সিরিজ হারিয়েছিল। তখন স্লেজিংয়েই বিশ্বাসী ছিল দল, কান্নাকাটিতে নয়! এখন হল টা কী তাহলে?
বছর দুই আগে একটা চোট-আঘাতে জর্জরিত দল নিয়ে গাব্বার মাটি থেকে সিরিজ জিতে ফিরেছিল ভারত। অস্ট্রেলিয়ানদের সেই কান্না এখনও থামেনি মনে হয়! ওয়েলকাম অস্ট্রেলিয়া, খেলা হবে






Leave a Reply