
২০০৩ সালে ঢাকায় ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক হাঁকিয়েছিলেন যুবরাজ। যে ব্যাট দিয়ে খেলে প্রথম শতরানের দেখা পেয়েছিলেন, সেই ব্যাটটি এবার যাচ্ছে দূর মহাকাশে। এবারই প্রথম কোনো ক্রিকেট ব্যাট মহাকাশে যাওয়ার রেকর্ড গড়ছে।







এশিয়াভিত্তিক নন ফ্রাঞ্জিবল টোকেন কালেকশনের অংশ হিসেবে যুবরাজের ব্যাট মহাকাশে পাঠানো হচ্ছে। ব্যাট মহাকাশে পাঠানোর ভিডিওর মালিকানা কেনার সুযোগ থাকবে ভক্তদের সামনে। যুবরাজের সাথে একটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব হয়েছে, যা নন ফ্রাঞ্জিবল টোকেন বা এনএফটি ইস্যু করে থাকে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদায়ী বছরেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে যুবরাজের ব্যাট মহাকাশে যাওয়ার ভিডিও।







এমন নজির গড়তে পেরে উচ্ছ্বসিত যুবরাজ। তিনি বলেন, ‘আমার ব্যাটের এনএফটি মহাকাশযাত্রা ভাগাভাগি করতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। এই নতুন প্লাটফর্মে যোগ দেওয়ায় ভক্তদের সাথে আমার সম্পর্ক আরও গাঢ় হবে। এই ব্যাট দিয়েই আমি প্রথম শতক হাঁকিয়েছিলাম।’







Leave a Reply