মায়ের জন্মদিনে মাকে নিয়ে যা লিখলেন কিং কোহলি

তিনি সুদূর দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে না পারলেও নিজেকে নিমজ্জিত রেখেছেন প্র্যাক্টিসে।

তবে এই দিনটি ভোলেননি বিরাট কোহলি। কারণ, বৃহস্পতিবার, ৬ জানুয়ারি তাঁর মা সরোজ কোহলির জন্মদিন। মায়ের জন্মদিনে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন কিংগ কোহলি।
মাঠের বাইরে থেকে দেখতে হচ্ছে শার্দূল ঠাকুরদের লড়াই। এমন অবস্থাতেও মায়ের জন্মদিন ভোলেননি বিরাট কোহলী। ।

ছবিতে দেখা যাচ্ছে মায়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন কোহলী। মাথায় বাঁধা রয়েছে সাদা রুমাল। কোনও ধর্মীয় স্থানে মায়ের সঙ্গে গিয়েছিলেন। পুরনো সেই ছবিই পোস্ট করেছেন কোহলী।

লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’ মায়ের জন্মদিনে ছেলে বহু দূরে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে। তাই শুভেচ্ছা জানাতে নেটমাধ্যমকেই বেছে নিয়েছেন কোহলী।

করোনা-কোপে বন্ধ ঘরোয়া ক্রিকেট, কবে ফের শুরু খেলা, জানালেন সৌরভ
দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারছেন না কোহলী। তৃতীয় টেস্টের আগে যদিও তিনি সুস্থ হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।

সেই টেস্ট চলার সময়ই কোহলীর আরও এক প্রিয় মানুষের জন্মদিন। ১১ জানুয়ারি ভামিকার জন্মদিন। মেয়ের জন্মদিনের দিন হয়তো মাঠে থাকবেন কোহলী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*