
দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ জয়ে বল হাতে অগ্রণী ভূমিকা রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। এতে আরও একবার এই অফ স্পিনার জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।







এই নিয়ে ৯ বার সিরিজ সেরা হলেন অশ্বিন। টেস্টে বেশিবার সিরিজ সেরা হওয়াদের তালিকায় এখন তিনি যৌথভাবে দুইয়ে। সমান ৯ বার হয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসও।
তাদের ওপরে আছেন কেবল শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক মুরালিধরন সিরিজ সেরার পুরস্কার জেতেন রেকর্ড ১১ বার।
মুম্বাই টেস্টে সোমবার (৬ ডিসেম্বর) নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত। প্রথম ইনিংসে স্রেফ ৮ রানে ৪ উইকেট নেওয়া অশ্বিন দ্বিতীয় ইনিংসেও নেন ৪টি, ৩৪ রানে। সিরিজে তার প্রাপ্তি দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট।







Leave a Reply