
ব্যালন ডি অরের ইতিহাসে একমাত্র প্লেয়ার হিসেবে সাতটি ব্যালন ডি অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সর্বশেষটি তিনি জিতেছে মাত্র এক দিন আগেই।
বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানদস্কিকে ৩৩ পয়েন্টে হারিয়ে ব্যালন ডি অরের এবারের পুরষ্কার জিতে নিয়েছেন তিনি। উঠেছেন ব্যালন ডি অরের সপ্তম স্বর্গে।
লিওনেল মেসির পর ব্যালন ডি অরে সর্বোচ্চ পাঁচবারের বিজয়ী হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির রেকর্ড ভাঙতে তার আরও প্রয়োজন দুটি। রোনালদো বা অন্য কেউ কি পারবে মেসির সাত ব্যালন ডি অরের রেকর্ড ভাঙতে?
লিওনেল মেসি কিন্তু তেমনটা মনে করেন না। মেসি বলেন, “আমি জানিনা এই রেকর্ড ভাঙা সম্ভব কিনা। আমি নিশ্চিত নই কেউ এটা ভাঙতে পারবে। সাতটি ব্যালন ডি অর সত্যিই অসাধারণ।”
Leave a Reply