মোহাম্মদ সিরাজকে বিশ্বসেরা পেসার উপাধি দিয়ে যা বললেন ভিভিএস লক্ষ্মণ

ভারতের টেস্ট দলে নিয়মিত সুযোগ মেলে না মোহাম্মদ সিরাজের। তবে ক্যারিয়ারে যে কয়বার সুযোগ পেয়েছেন তা দুহাত ভরে কাজে লাগিয়েছেন ডানহাতি এই পেসার।

নিউজিল্যান্ড সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার বিশ্রামে থাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে সুযোগ পান তিনি।

মুম্বাইয়ের ফ্ল্যাট উইকেটে পেসারদের জন্য কিছুই ছিল না। এমন কন্ডিশনেও মাত্র ৯ ওভার বোলিং করে শিকার করেছেন তিন উইকেট। তার এমন দুর্দান্ত পারফর্ম্যান্সে মুগ্ধ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান কোচের চোখে তিনি ভারতের বড় সম্পদ।

লক্ষ্মণ বলেন, ‘এই উইকেটে সে যেভাবে বোলিং করেছে এটা তার বোলিংয়ের সঙ্গে মানানসই। সে ধারাবাহিকভাবে লেন্থ বোলিং ও সিমে বোলিং করে গেছে। সে ভারতের বড় সম্পদ। এমনকি সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার।’

তিনি আরও বলেন, ‘লাথামের মতো গুরুত্বপূর্ণ উইকেট নেয়ার জন্য সিরাজ যেভাবে শর্ট পিচ ডেলিভারির পরিকল্পনা করেছিল, সেটা অসাধারণ ছিল। আমি তার শক্তি আর গভীরতা উপভোগ করি। সে যখন ক্রিজের দিকে ছুটে আসে, বোঝা যায় ও কতটা আত্মবিশ্বাসী।’

গত বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ চলাকালে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়লে সুযোগ মেলে সিরাজের। সেই সিরিজে সুযোগ পেয়ে বাজিমাত করেছিলেন এই ডানহাতি পেসার। ইংলিশদের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল তার।

লক্ষ্মণ বলেন, ‘একজন টেস্ট বোলার হিসেবে সে সত্যিই উন্নতি করছে। বুমরাহ, শামি এবং ইশান্ত যখন অস্ট্রেলিয়ায় ছিল না, তখন সে দারুণ পারফর্ম করেছিল তা আমরা দেখেছি। ইংল্যান্ডের ভালো ব্যাটিংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সে অভাব বোধ করতে দেয়নি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*