
বাতিল হতে পারে আফগানিস্তানের ভারত সফর, এমন খবর চাউর হলেও এখনো মুখ খুলেনি বিসিসিআই। দুই মাস ধরে ভারতীয় ক্রিকেটারদের আইপিএল খেলা, এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই।
সব মিলিয়ে ভারতীয় দলের ঠাঁসা ক্রীড়াসূচির কারণে সিরিজটি নিয়ে নতুন করে ভাবছে ভারতীয় বোর্ড। সিরিজটি হলেও রশিদ খান, মোহাম্মদ নবীদের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলানোর ভাবনা ভারতীয় বোর্ডের।
আইপিএল শেষ করে ইংল্যান্ডে ৭-১২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয় দল। পরের মাসে ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজে সফরে যাবে রােহিত শর্মারা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। টেস্ট চ্যাম্পিয়ন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ভারতের।
২০-৩০ জুনের মাঝে তিন ম্যাচের সম্ভাব্য ওয়ানডে সিরিজটি মাঠে গড়াতে পারে । তবে সেপ্টেম্বরের এশিয়া কাপ আর অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ সামনে রেখে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে চায় বিসিসিআই।
এছাড়া সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপির মধ্যে পড়ে না। এমনিতেই ভারতীয় শিবিরে ক্রিকেটারদের ইনজুরির মিছিল।
চোটের জন্য দীর্ঘদিন খেলার বাইরে জশপ্রীত বুমরা। আইপিএলের এবার আসর খেলতে পারেনি শ্রেয়স আয়ার, রিশাভ পান্থ। টুর্নামেন্টে মাঝপথে ছিটকে গেছন লোকেশ রাহুল।
তাই ক্রিকেটারদের চোটমুক্ত রাখতে বিশ্রাম দিতে চায় বিসিসিআই। সে সাথে কেউ ইনজুরিতে পড়লে যেনো দ্রুত ব্যাকআপ ক্রিকেটার নিশ্চিত করা যায়, সেটা নিয়েও ভাবছেন ভারতীয় ক্রিকেট কর্তারা।
এমনটা হলে আইপিএলে সফল রিঙ্কু সিংহ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণরা সুযোগ পেতে পারে আফগানদের বিপক্ষে। পাশাপাশি টানা খেলার ধকল থেকে রেহাই মিলবে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও।
আইপিএল ফাইনাল দেখতে বিসিসিআইয়ের আমন্ত্রণ পেয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইজ আশরাফ। তখন চূড়ান্ত হতে পারে সিরিজের পূর্ণাঙ্গ রূপরেখা।
Leave a Reply