রিজওয়ানকে অনুসরণ করেন ভারতীয় ক্রিকেটার

বর্তমানে ক্রিকেট বিশ্বে আলো ছড়িয়ে চলেছেন রিজওয়ান। একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন তিনি। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারে মুগ্ধ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

সম্প্রতি নিজের ইউটিউবে পাকিস্তানের পছন্দের ক্রিকেটার নির্বাচন করেছেন এই ভারতীয় স্পিনার। তার পছন্দের তালিকায় রিজওয়ান ছাড়াও রয়েছেন বাবর আজম।

অশ্বিন বলেন, ‘আমি সবসময় মোহাম্মদ রিজওয়ানকে অনুসরণ করি এবং তার যে কোয়ালিটি এটা নিয়েও অনেক কথা বলেছি এবং সে দারুণ সব ইনিংস খেলেছে। কিন্তু অস্ট্রেলিয়াতে যদি সেঞ্চুরির কথা বলেন তবে অবশ্যই বাবর আজমের কথা বলতে হবে সে দারুণ ব্যাটার।’

পাকিস্তানের ক্রিকেটে সবসময়ই অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকে। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশটিতে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বলেও মনে করেন অশ্বিন।

প্রতিভাবানদের কথা বলতে গিয়ে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদির প্রশংসা করেছেন অশ্বিন। তাকে সত্যিকারের প্রতিভাবান হিসেবেও মূল্যায়ন করেছেন এই ভারতীয় স্পিনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*