রূপকথার নায়ক রিঙ্কুকে বুকে জড়িয়ে আবেগপ্রবণ নাইট কোচ চাণক্য পণ্ডিত, দেখুন ভিডিও

আইপিএলের মঞ্চটা নাকি আন্দ্রে রাসেল, রশিদ খানদের থাকে। কিন্তু সেই মঞ্চে রবিবার ভারতের ঘরোয়া ক্রিকেটের জয়ের ডঙ্কা বাজালেন রিঙ্কু সিং। শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে জেতালেন কলকাতা নাইট রাইডার্সকে। তারপর তাঁকে জড়িয়ে ধরে আদর করলেন কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দেখুন সেই ছবি ও ভিডিয়ো –

রবিবার অবিশ্বাস্যভাবে কেকেআরকে জিতিয়ে দেন রিঙ্কু সিং। গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ২৯ রান দরকার ছিল কেকেআরের। প্রথম বলে এক রান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। তারপর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়ে দেন রিঙ্কু।

রিঙ্কুর শেষ ছক্কাটা বাউন্ডারির বাইরে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কেকেআরের ক্রিকেটাররা। অধিনায়ক নীতীশ রানা, বেঙ্কটেশ আইয়ার-সহ মাঠের মধ্যে চলে আসেন সব নাইটরা।


রিঙ্কুকে জড়িয়ে ধরে আপ্লুত হয়ে যান তাঁরা। জিততে-জিততে হেরে যাওয়া ম্যাচটা অবিশ্বাস্য কায়দায় জিতে আবেগে ভেসে যান কেকেআরের তারকারা।


মাঠে চলে আসেন কেকেআরের হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ। জয়ের নায়ক রিঙ্কুকে জড়িয়ে ধরেন। সম্ভবত চোখের কোণটা ভিজেও গিয়েছিল তাঁর। আবেগে পুরোপুরি ভেসে যান। (ছবি সৌজন্যে আইপিএল)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*