রোহিতকে ভয় পান পাকিস্তানের এই তারকা বোলার

অধিনায়ক বাবর আজম এবং কোচ সাকলায়েন মোস্তাকের অধীনে যেন পূণর্জন্ম ঘটেছে পাকিস্তান ক্রিকেটের। বিশেষ করে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে।

টি-টোয়েন্টিতে তো বলতে গেলে তারা অপ্রতিরোধ্য। টেস্ট এবং টি-টোয়েন্টিতেও দেখাচ্ছে মুন্সিয়ানা। পাকিস্তানের সাফল্যের রথ ছোটানোর অন্যতম অনুঘটক লেঘ স্পিনার শাদাব খান।

অথচ পাকিস্তানের এই লেগ স্পিনারই নাকি ভারতের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের বিপক্ষে বল করতে বেশ ভয় পান।

তিনি বিশ্বাস করেন, এই দু’জনের বিপক্ষেই বল করা তার জন্য বেশ কঠিন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে প্রশ্নোত্তর পর্বের এমনটা জানিয়েছেন তিনি নিজে।

পাকিস্তানী স্পিনার শাদাব খান এমন দুই ব্যাটারের নাম জানালেন যাদের সামনে বোলিং করাটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। মূলতঃ টুইটারে ভক্তদের সাথে কথোপকথনের সময়, শাদাব এই দুই ব্যাটারের নাম প্রকাশ করেন।

টুইটারে শাদাব খান নিজেই হ্যাশট্যাগ দিয়ে আসক শাদাব লিখে পোস্ট করেছেন। ওই হ্যাশট্যাগে কেউ প্রশ্ন করলেই তার উত্তর শাদাব খান নিজেই দিয়ে থাকেন।

সেই হ্যাশট্যাগেই সমর্থকরা শাদাব খানকে জিজ্ঞাসা করেন, কোন ব্যাটারের বিপক্ষে বল করতে তিনি বেশি ভয় পান কিংবা তার কাছে কঠিন লাগে? জবাবে স্বীকার তিনি করেছেন, তার কাছে কঠিন লাগে দুই ব্যাটারের বিপক্ষে বল করা। তারা হলেন রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার।

ভারতীয় দলের নবনিযুক্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মার সামনে বোলিং করা সবসময়ই কঠিন বলে মনে করেন পাকিস্তানের এই স্পিনার। পিচে সেট হয়ে গেলে বড় যে কোনো স্কোর করে ফিরে আসেন রোহিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*