
টেস্টের সহ-অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজে খেলা হচ্ছে না ভারতের তারকা ওপেনার ও সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মার। রোহিতের চোটে প্রথমবারের মত ভারতীয় দলে ডাক পেয়েছেন প্রিয়াঙ্ক পাঁচাল।







রোহিতকে মাঠের বাইরে ছিটকে ফেলেছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি। টেস্ট সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে সিরিজে অবশ্য খেলবেন তিনি, যথারীতি দলকে নেতৃত্বও দিবেন। টেস্টের মত ওয়ানডে সিরিজেও অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।
রোহিতের চোটে কপাল খুলেছে ৩১ বছর বয়সী ক্রিকেটার পাঁচালের। ১০০ ম্যাচে ৭০১১ রান রয়েছে গুজরাটের এই ক্রিকেটারের, আছে ২৪টি শতক। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শতক হাঁকিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এবার সুযোগ পেলেও জাতীয় দলেও।
ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক লড়াই মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে, যার গোড়াপত্তন বক্সিং ডে টেস্টে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ভেন্যু সেঞ্চুরিয়ন।
নতুন বছরে অর্থাৎ ৩ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, যার ভেন্যু জোহানেসবার্গ। ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট নিউল্যান্ডসে।







ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঁচাল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারী, রিশভ পান্ট, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।







Leave a Reply