রোহিত ও কোহলী অধিনায়কত্বে, সৌরভের বিরুদ্ধেই সাফাই দিলেন এই গুনি ক্রিকেট কোচ

বিরাট কোহলীকে সরিয়ে দিয়ে একদিনের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।

ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই। সেই তালিকায় রয়েছেন কোহলীর ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও। তিনি সরাসরি তোপ দেগেছেন বোর্ডের দিকে।

এক পডকাস্টে রাজকুমার বলেছেন, “ওই সিদ্ধান্তের পর বিরাটের সঙ্গে আমার কোনও কথা হয়নি। ওর ফোন কোনও কারণে বন্ধ রয়েছে। কিন্তু আমার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজে থেকে কোহলী যখন অধিনায়কত্ব ছেড়ে দিল,

তখনই ওকে বলা উচিত ছিল সাদা বলের দুটি ফরম্যাট থেকেই পদত্যাগ করার কথা বলতে বা একেবারেই পদত্যাগ না করতে।”

একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথারও বিরোধিতা করেছেন রাজকুমার। বলেছেন, “সৌরভের মন্তব্য আমি পড়েছি। ও নাকি কোহলীকে বলেছিল (বিশ্বকাপের আগে) টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে ইস্তফা না দিতে।

আমি এ রকম কিছু শুনেছি বলে মনে করতে পারছি না। ওর এই কথা আমাকে অবাক করেছে। এমনিতে চারদিকে বিভিন্ন মন্তব্যই উড়ে বেড়াচ্ছে।”

রাজকুমারের সংযোজন, “সিদ্ধান্তের পিছনে নির্বাচক কমিটি কোনও কারণ দেখাতে পারেনি। আমি জানি না দল পরিচালন সমিতি বা বিসিসিআই বা নির্বাচকরা ঠিক কী চাইছেন। কোনও ব্যাখ্যা, কোনও স্বচ্ছতা নেই এই সিদ্ধান্তের পিছনে।

যা হয়েছে সেটা লজ্জাজনক। এত সফল একজন অধিনায়ককে সরিয়ে দেওয়া হল।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*