শচীনের শতটি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবে বিরাট কোহলি, শেষমেশ খোলাসা করলেন সৌরভ

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ঘরের মাঠে শতরান করার তালিকায় সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি সমান আসনে রয়েছেন।

দেশের মাটিতে আর একটি সেঞ্চুরি করতে পারলেই টপকে যাবেন মাস্টার ব্লাস্টারকে। বিরাট যে ভাবে এগোচ্ছেন তাতে সচিনের রেকর্ড ভাঙতে খুব একটা দূরে নেই। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সচিন ও কোহলির মধ্যে কে সেরা তা প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।

দীর্ঘদিন ব্যাটে রান না থাকার পরে গত বছর এশিয়া কাপে শতরান করে খরা কাটান কিং কোহলি। বছরের শুরুতে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওডিআই ক্রিকেটের ৪৫তম সেঞ্চুরিটি করেন। আর মাত্র পাঁচটি সেঞ্চুরি করলেই একদিনের ম্যাচে সচিন তেন্ডুলকরের করা শতরানকে টপকে যাবেন তিনি। আর এই নিয়ে ফের ভক্তদের মনে জেগে উঠেছে পুরনো প্রশ্ন।

তাহলে কি বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের করা ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারবেন। প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই-এর সদ্য প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই প্রশ্ন করা হলে তিনি বলেন,

‘এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। কোহলি একজন দুর্দান্ত ক্রিকেটার। অনেক ভালো ইনিংস খেলেছেও। ৪৫ টি সেঞ্চুরি এমনিতেই হয়ে যায়নি। কোহলি বিশেষ প্রতিভা সম্পূর্ণ ক্রিকেটার।’

রান মেশিন বিরাট কোহেলি বর্ষাপাড়া স্টেডিয়ামে ৮৭ বলে দুরন্ত ১১৩ রান করেছেন। কোহলির শতরানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে বিশাল ৩৭৩ রান যোগ করে ভারত।

ম্যাচের সেরাও হন বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের এটি সর্বমোট ৭৩ নম্বর আন্তর্জাতিক শতরান। সচিন তেন্ডুলকরের ১০০টি সেঞ্চুরির থেকে মাত্র ২৭টি শতরানের দূরে আছেন বিরাট কোহলি।

কিংবদন্তি ক্রিকেটার মাস্টার ব্লাস্টারের টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সর্বকালের শীর্ষ রান সংগ্রহকারী। কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ক্রিকেটার হিসেবে সচিনকে পিছনে ফেলেছেন। আজ ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *