শেষ হলো বুমরাহের মুম্বাই ইন্ডিয়ান্সের সফর, সাত রাজার ধন মানিক পেলেন অধিনায়ক রোহিত !!

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম মঞ্চ। আপাতত বাঁকি মাত্র ২ টি ম্যাচ, এতেই বিচার হবে নতুন চ্যাম্পিয়নদের নাম। আপাতত প্রথম কোয়ালিফায়ারে টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংস (CSK) এবং গুজরাত টাইটান্স (GT) মুখোমুখি হয়েছিল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল এবং গুজরাতকে পরাজিত করে ১০ বারের জন্য ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। গতকাল,

লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। আর ৮১ রানে লখনৌকে পরাজিত করে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এবছর প্রথম থেকে মুম্বই দলকে দেখে মবে হচ্ছিলনা না যে তারা প্লে অফে পৌঁছাবে। দলের ব্যাটিং ভয়ংকর হলেও বোলিং ছিল একেবারে দুর্বল, প্রথম তিনটি ম্যাচেই তার প্রমান গিয়েছিল পাওয়া। এবছর বুমরাহ (Jasprit Bumrah) কেও দলে পায় না রোহিত বাহিনী তবে, দলকে এই সাফল্যে পৌঁছানোর পিছনে অন্যতম ভূমিকা নিয়েছেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)।

আকাশ মাধওয়াল করছেন কামাল

আইপিএল (IPL) হল এমন একটি প্লাটফর্ম যেখান থেকে রাতারাতি একজন অচেনা ক্রিকেটার তারকা হয়ে যায়। আর এই কাজ মুম্বই ইন্ডিয়ান্স আগে অনেকবার ই করেছে। অম্বতি রাইডু (Ambati Rayudu), বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya),

ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং অনেক প্লেয়ারদের গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক এবছর মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) ফাস্ট বোলার আকাশ মাধওয়ালের (Akash Madhwal) এবছর মুম্বই দলের এক প্রতিভা। মুম্বই দলে সুযোগ পেয়ে নিজেকে বেশ মেলে ধরেছেন আকাশ। প্রাথমিক কয়েকটি ম্যাচে আকাশ তেমন কার্যকর ছিল না কিন্তু শেষ পর্যায়ে অসাধারণ বোলিং করছেন।

LSG’র বিরুদ্ধে ৫ উইকেট নিলেন আকাশ

যদিও শেষ কয়েকটি ম্যাচে বেশ জমিয়ে পারফরমেন্স করেছেন আকাশ, মুম্বাইকে শেষ লিগ ম্যাচে যে কোন মূল্য জেতার প্রয়োজন ছিল, তিনি তখন বোলিংয়ের দায়িত্ব নিয়েছিলেন এবং অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চার ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন এমনকি গতকাল ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে একেবারে নাজেহাল করে রাখেন আকাশ, মাত্র ৫ রান দিয়ে ৩.৩ ওভারে ৫ উইকেট নিয়েছেন।

ভারতীয় বোলারদের মধ্যে তিনি আইপিএলে অনিল কুম্বলের ৫ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড’র কাছে পৌঁছে গেলেন। আপাতত এই সিজিনে তিনি, ৭ ম্যাচে ৭.৭৭ ইকোনমি তে ১৩ টি উইকেট নিয়েছেন। পাশাপাশি গতকাল, তিনি বুমরাহের সাথে তুলনা নিয়ে মন্তব্য করে বলেছেন, “উনি (বুমরাহ) ওনার জায়গায় সেরা, আমি আমার মতন চেষ্টা করছি। আমি নিজেকে তুলনা করতে পারিনা। আমি মুম্বইয়ের জন্য আগামী দিনে আরও ভালো বোলিং করতে চাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*