
সরকারীভাবে সিদ্ধান্ত ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিকছার চললে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে চলছেন রোহিত শর্মা। তিন ফর্ম্যাটেই এবার ভারতের নতুন অধিনায়ক।







ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার পরই রোহিতকে অধিনায়ক হিসাবে ঘোষণা করার পরিকল্পনা বোর্ডের। চোট সারিয়ে ফিরলে ঘরের মাঠে মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধেই টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হবে দ্য হিটম্যানের।
এখন শুধুই ঘোষণা হওয়ার অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যেই হঠাত্ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আর সেই থেকেই শুরু হয়েছিল নতুন জল্পনা।
ভারতীয় টেস্ট দলেক নতুন অধিনায়ক তবে কে হতে চলেছেন। বোর্ডের অন্দরে কান পাতলে বিরাটের পরবর্তী অধিনায়ক হিসাবে একজনের নামই জানা যাচ্ছে। ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকেই পছন্দ বোর্ড কর্তাদেরও।
তবে একটা জিনিস নিয়েই খানিকটা চিন্তায় রয়েছেন বোর্ড কর্তারা। রোহিতের ডেপুটি কাকে করা হবে টেস্ট ক্রিকেটে। টি টোয়ন্টি বিশ্বকাপের আগেই ভারতীয় দলের হয়ে এই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন বিরাট কোহলি।







বিশ্বকাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই সেই দায়িত্ব ওঠে বিরাটের ডেপুটি রোহিত শর্মার কাঁধে।
সেইসঙ্গেই শুরু হয়েছিল একদিনের অধিনায়কত্ব নিয়ে নতুন জল্পনাও। যদিও সেই জল্পনা বোর্ড বেশীদিন জিইয়ে রাখে নি। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই ভারতীয় একদিনের দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকে বেছে নেয় তারা।
একইসঙ্গে টেস্ট দলেও রোহিতেু পদোন্নতি হয়। অজিঙ্ক রাহানেকে সরিয়ে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক করা হয়েছিল রোহিতকে। ইঙ্গিতটা বোধহয় বিসিসিআই তখনই দিয়ে রেখেছিল।
বিরাটের ডেপুটিকে তখন থেকেই ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসাবে ভাবতে শুরু করেছিল তারা। কিন্তু বিরাট কোহলি তখনও ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হলেও,







চোটের জন্য সেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই হয়ত একদিনের অধিনায়ক হিসাবে অভিষেক হবে রোহিত শর্মার। আর বিরাট কোহলির হঠাত্ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই সেই জায়গায় কে অধিনায়ক হবে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
বোর্ড সূত্রে খবর রোহিত শর্মাই হচ্ছেন টেস্ট দলের নতুন অধিনায়ক। সহ অধিনায়ক যিনি ছিলেন তাঁর কাঁধেই দায়িত্ব দিতে চায় বোর্ড।
নিয়মও খানিকটা এমনই। অধিনায়ক নয় বোর্ডের চিন্তা বরং অন্য বিষয় নিয়ে। রোহিত অধিনায়ক হলে কাকে করা হবে টেস্ট দলের সহ অধিনায়ক। লোকেশ রাহুল, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদের নাম ঘোরাফেরা করছে,







সহ অধিনায়ক যিনি হবেন,তিনি ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক। তাই খুব একটা তাড়াহুড়ো করতে চাইছেন না বোর্ড কর্তারা। একটু ভেবেই চুড়ান্ত সিদ্ধান্তটা তারা নিতে চলেছে।
Leave a Reply