সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছেলেবেলার একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ব্যাট হাতে নিয়ে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। তিনি আর কেউ নন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
ছবিটির ক্যাপশনে কিংবদন্তি এ ক্রিকেটার লিখেছেন, ‘তখন আর এখন’। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা সবাই এমন ছবি দেখে আপ্লুত হয়ে পড়েন।
ছবিটি ভাইরাল হতেই বিসিসিআই প্রেসিডেন্ট তথা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এই ছবিতে কমেন্ট করেছেন।
মাস্টার ব্লাস্টারের ব্যাটিং প্রতিভাকে স্যালুট জানিয়ে সৌরভ লিখেছেন, সেদিনের সেই ছেলে, দারুণ ব্যাট করত, আজও সর্বকালের সেরা একজন ক্রিকেটার।