সুদীপ-অনুষ্টুপের জোড়া সেঞ্চুরির পর মনোজ এবং অভিষেক পোড়েলের দাপুটে ব্যাটিংয়ে এভারেস্ট পাহাড় সমান রান করলো বাংলা

গতকাল ৮৭ ওভার খেলা হয়েছে। বাংলার সংগ্রহ ৩০৭-৪। ফলে বেশ ভালো গতিতেই রান করেছে দল। মধ্যপ্রদেশের হয়ে আবেশ খান ৭৯ রান গলিয়ে একটি উইকেট নিয়েছেন। অনবদ্য বলে সেঞ্চুরি করা অনুষ্টুপকে সাজঘরে ফেরান তিনি। মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন অনুভব আগরওয়াল।

করণ লালকে বোল্ড ও সুদীপকে এলবি করেন তিনি। অভিমন্যু আউট হন গৌরব যাদবের বলে। বাংলার হয়ে ২৪১ রানের জুটি গড়েন সুদীপ (১১২) ও অনুষ্টুপ (১২০)। স্পিনাররা তেমন দাগ কাটতে পারেননি প্রথম দিনে। ২য় দিনে মাত্র ১৪ রান করে আউট হন শাহবাজ আহমেদ।

৯৮ ওভার শেষে বাংলা ৩৩০-৫রান।দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ৮৪ রান করে বাংলা।১২২ ওভারে ৩৯৭-৫।১২৩ তম ওভারেই ৪০০ পার করে বাংলা।

৪২ করে শেষ হল মনোজের প্রতিরোধ। কার্তিকেয়র বলে আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মনোজ। ১২৭ ওভার শেষে ৪০৯-৬। নতুন ব্যাটার প্রদীপ্ত প্রামাণিক। ৮৮ বলে ৫০ করে ফেললেন অভিষেক পোড়েল।১২৮ ওভারে ৪১৬-৬।

প্রদীপ্তর সঙ্গে ভুল বোঝাবুঝি, রান আউট হলেন অভিষেক পোড়েল। ৫১ করে ফিরলেন তিনি, পরের ব্যাটার আকাশ দীপ। ১৩৪ ওভার শেষে ৪২৬-৭।

ছয় রান করে কার্তিকেয়র বলে বোল্ড আকাশদীপ। ১৩৮ ওভার শেষে বাংলা ৪৩৪-৮। ক্রিজে এসেছেন মুকেশ। সারাংশকে চালাতে গিয়ে ডিপে ক্যাচ আউট হয়ে প্রদীপ্ত। তিনি করেছিলেন ২১।

অন্যদিকে কার্তিকেয়র বলে খাতা না খুলেই আউট ইশান। সবমিলিয়ে ৪৩৮ রানে অল আউট বাংলা। পোস্ট লাঞ্চ সেশনে পঞ্চাশেরও কম রানে পাঁচ উইকেট পেয়ে ম্যাচে কিছুটা হলেও কামব্যাক করল মধ্যপ্রদেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *