সূত্র পাতের সঙ্গে বেরিয়ে এলো গোপন তথ্য, বিশ্বকাপের পরেই বিদায় দ্রাবিড়? বড় আপডেট সৌরভের

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন এক বছরেরও বেশি হয়ে গিয়েছে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে এখনও সাফল্য আসেনি। একটা বিশ্বকাপ ও এশিয়া কাপে দলকে কোচিং করালেও নকআউটে বিদায় নিতে হয়।

এই পরিস্থিতিতে তাঁর উপর চাপ কমাতে একাধিক মহল থেকে আওয়াজ তোলা হয়েছিল। বলা হয়েছিল তাঁকে টি-২০ ফর্ম্যাট থেকে সরিয়ে দিতে। তবে তাঁর উপরেই আগামী টি-২০ বিশ্বকাপে দলের ভার রাখতে চায় BCCI।

তাঁর উপরে ভরসা রাখলেও এখনই যে তিনি খুব একটা চাপমুক্ত থাকবেন তা নয়। সামনেই বর্ডার গাভাসকার ট্রফি, তারপর শুরু হবে বিশ্বকাপ অভিযান। একেরপর এক বড় পরীক্ষা। এই পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়কে আরও সময় দেওয়ার দাবি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরমেন্সের পর কোচের দায়িত্ব ছাড়েন রবি শাস্ত্রী। তারপর রাহুল দ্রাবিড়ের হাতে দলের দায়িত্ব তুলে দেন BCCI-এর তৎকালীন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুল দ্রাবিড় দায়িত্ব নিলেও রাতারাতি দলকে পরিবর্তন করতে পারেননি।

পাল্টা একাধিক পরিবর্তন করতে গিয়ে দলের ছন্দপতন হয়েছে। গত বছর একাধিক অধিনায়কের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার পাশাপাশি ব্যর্থ প্লেয়ারদের বারবার খেলিয়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে।

২০২২ সালে এশিয়া কাপের নকআউটে হেরে যায় ভারত। এরপর বিশ্বকাপেও একই ছবি। ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২-১ এ হারতে হয়। ২০২৩ সালের শুরুটা অবশ্য ভালো হয়।

এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে বর্ডার গাভাসকার ট্রফি জিততে হবে ভারতকে। গত বছরগুলোতে বর্ডার গাভাসকার ট্রফিতে জিতেছে ভারত। এবার সেই জয়ের ধারা বজায় রাখতে চাইছে।

এই বিষয়ে রাহুল দ্রাবিড়ের উপর ভরসা রাখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “টি-২০ বিশ্বকাপ বাদ দিলে ও দারুণ পারফর্ম করেছে। দল সেমিফাইনালে গিয়েছে এবং আমরা ফাইনাল খেলতে মাত্র একটা ম্যাচ দূরে ছিলাম। একজন কোচের কাছে একটা খুব স্বল্প সময়। ও ভালো করবে।

ওকে সময় দিতে হবে। ওর মাত্র একবছর হয়েছে। পুরো দলকে ঘুরিয়ে দাঁড় করাবে। শুভমান গিল ভবিষ্যতের তারকা হিসেবে উঠে আসছে এবং আরও অনেক প্লেয়ার রয়েছে। সূর্যকুমার যাদব, টি-২০ তে দারুণ পারফর্ম করেছে। তাই ওকে আরও সময় দেওয়া উচিত, ও ভালো করবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *