মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে লড়াই করে জিততে হয়েছে ভারতকে। এবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লড়াই টিম ইন্ডিয়ার। সন্দেহ নেই যে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের দখল নিতে মরিয়া রোহিত শর্মারা। তবে অস্ট্রেলিয়াও চায় বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফেরাতে। এখন দেখার যে, শেষ হাসি হাসে কোন দল।
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। শুরুতেই ওয়াইড বল করেন স্টার্ক। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত।
প্রথম ওভারেই শুভমন গিলের উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে পয়েন্টে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন শুভমন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি গিল। ভারত ৩ রানে ১ উইকেট হারায়।
ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি নিজের প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন। ওভারের শেষ বলে ৪ রানের রোহিত শর্মা। প্রথম ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করে।
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মিচেল স্টার্ক। তাঁর বলে জোড়া বাউন্ডারি মারেন বিরাট কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৯ রান। কোহলি ১৪ ও রোহিত ১১ রান করেছেন।
৪.৪ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৫ বলে ১৩ রান করেন হিটম্যান। তিনি ২টি চার মারেন। ভারত দলগত ৩২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন স্টার্ক। ৪.৫ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচেও এক বলেই আউট হয়েছিলেন সূর্যকুমার। বিশাখাপত্তনমেও তিনি গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। ভারত ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। স্টার্ক ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
৬.১ ওভারে মিচেল স্টার্ককে বাউন্ডারি মেরে খাতা খোলেন লোকেশ রাহুল। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪২ রান। বিরাট কোহলি ১৯ বলে ১৮ রান করেছেন। ৫ বলে ৭ রান করেছেন লোকেশ।
প্রথম স্পেলে আগুনে বোলিং মিচেল স্টার্কের। ৮.৪ ওভারে স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন লোকেশ।