
জরুরি নয় যে বাবা মায়ের পেশাই বেছে নিতে হবে সন্তানদের। আগের দিন গিয়েছে যেখানে বংশানুক্রমিক ভাবে চলে আসত একই পেশা।







এখন সন্তানরা নিজেদের মনমতো কেরিয়ার পছন্দ করে, তাদের সাফল্যে নাম উজ্জ্বল হয় বাবা মায়েরও। সেই পথেই হাঁটলেন সারা তেন্ডুলকর বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার হওয়া সত্ত্বেও খেলার দুনিয়ার বিপরীতে হেঁটে গ্ল্যামার জগতের হাতছানিতেই সাড়া দিলেন সারা।
সারা তেন্ডুলকরের সৌন্দর্যের প্রশংসা আগেও বহুবার শোনা গিয়েছে। ‘বিউটি উইথ ব্রেন’ এর আদর্শ উদাহরণ তিনি।







বিদেশে পড়াশোনা করে স্নাতক হয়ে বাবার মুখ উজ্জ্বল করেছেন সারা। এবার নিজের পেশাগত জীবনও শুরু করলেন তিনি। আর শুরু করলেন বড় ধামাকা দিয়ে। মডেলিং দুনিয়ায় পা রাখলেন সারা। তাঁর অভিষেক হল একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক সংস্থার হাত ধরে।







Leave a Reply