হার্দিকের হঠাৎ কঠিন সিদ্ধান্তে হতবাগ ভারত ক্রিকেট বোর্ড

অনেক দিন ধরেই ছন্দে নেই একসময়ের ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অবশ্য এর পেছনে তার ঘন ঘন চোটে পড়াও বড় কারণ।সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে তাকে রাখা নিয়েও কম বিতর্ক হয়নি।

কারণ বাইশগজে তেমন কিছুই করতে পারেননি তিনি। যার ফলে বিশ্বকাপের পরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়। বলতে গেলে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে এখন তিনি বাদের তালিকায়।

এদিকে, সাদা পোশাকেও তথা টেস্টে সবশেষ সুযোগ পেয়েছিলেন সেই ২০১৮ সালে। এরপর আর লাল বলে খেলা হয়নি। অদূর ভবিষ্যতেও এই ফরম্যাটে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। আর সে কথা চিন্তা করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সম্প্রতি দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, সে (হার্দিক) দীর্ঘ দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছে। নিয়মিত খেলতে পারছে না। যদিও এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে যতদূর আভাস পেয়েছি, টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছে সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*