
হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ । সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হট কেক তাঁরা! ভারতীয় দলের স্টার অলরাউন্ডার ও তাঁর সার্বিয়ান মডেল-অভিনেত্রী স্ত্রী নেটদুনিয়া মাতিয়ে রাখেন নিজেদের ক্যারিজমায়। কখনও ছবি তো কখনও ভিডিও পোস্ট করেন এই দম্পতি।







অবশ্যই এখন হার্দিক-নাতাশার সঙ্গে তাঁদের পুত্র অগস্ত্য়র কার্যকলাপও ফ্যানদের মন ছুঁয়ে নেয়। তবে এবার শিরোনামে হার্দিক বা অগস্ত্য নয়, প্রচারের আলোয় শুধুই নাতাশা।
এক অজ্ঞাত পরিচয়ের পুরুষের সঙ্গে তাঁর রোম্য়ান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই ভিডিও। কার সঙ্গে নাতাশা আবেগঘন ভিডিও শুট করেছেন, তা জানা যায়নি।







গতবছর ১লা জানুয়ারি নাতাশার সঙ্গে বাগদান সেরেছিলেন হার্দিক। এর পর ৩১শে মে তিনি আচমকাই নাতাশার সঙ্গে বিয়ের খবর দেন। পান্ডিয়াই জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন।
সব কিছুই যেন ঝড়ের গতিতে হয়েছিল পান্ডিয়ার জীবনে। ক’দিন আগে বাগদান। তারপরেই চটজলদি বিয়ে। আবার বাবাও হয়ে যান পাণ্ডিয়া।







Leave a Reply