হার্দিক পান্ডিয়ার বিকল্প খুজে পেলো টিম ইন্ডিয়া

ভেঙ্কটেশ আইয়ার বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পার্ফমেন্স করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। উনি শনিবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেন পাশাপাশি ২টি উইকেটও নেন।

টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের কথা বললে, আইয়ার একটি শতরান আর একটি অর্ধশতরান করে ১৮৩ রান করেছেন। এছাড়াও ভারতীয় দলের এই উদীয়মান প্লেয়ার ৫টি উইকেটও নিয়েছেন।

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বর্তমানে চোটের কারণে দলের বাইরে রয়েছেন। আর হার্দিকের অনুপস্থিতিতে ভেঙ্কটেশ আইয়ার আসন্ন সাউথ আফ্রিকার সিরিজে ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেন। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সাউথ আফ্রিকায় মোট তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

IPL-২০২১ এর দ্বিতীয় সংস্করণ থেকেই ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট সমস্যায় ভুগছেন। টি-২০ বিশ্বকাপে তাঁকে দলে জায়গা দেওয়া নিয়েও অনেক সমালোচনা হয়েছিল।

পাশাপাশি অলরাউন্ডার হয়ে শুধুমাত্র ব্যাটিং করে ক্রিকেট প্রেমী এবং বিশেষজ্ঞদের রোষের মুখে পড়েছিলেন হার্দিক। যদিও, ব্যাটেও তেমন রান পান নি তিনি।

হার্দিকের বদলে সাউথ আফ্রিকার সিরিজে ভেঙ্কটেশ আইয়ারকে যদি সুযোগ দেওয়া হয়, আর আইয়ার যদি সাউথ আফ্রিকার পিচে ব্যাটিং-বোলিং করে সবার নজর কারতে সক্ষম হন,

তাহলে আগামী দিনে ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার জায়গায় একজন অলরাউন্ডার হিসেবে বড় ভূমিকা পালন করার দায়িত্ব পেতে পারেন তিনি। এমনকি আইয়ার যদি নিজের কাজ করতে সক্ষম হয়ে ওঠেন, তাহলে ভারতীয় দলে হার্দিক পান্ডিয়ার ফিরে আসা পড়ায় অসম্ভব হয়ে দাঁড়াবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*