
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফেই এবার বসেছে তারার মেলা। প্রধান কোচ টম মুডির সাথে এবার থাকছেন ডেল স্টেইন, ব্রায়ান লারা।







কোচ হিসেবে মুডির সাফল্য ও অভিজ্ঞতার পাল্লা বেশ ভারী। আইপিএলে এবার কমলা শিবিরের প্রধান কোচ হিসেবে থাকছেন তিনি। মুডির সহযোগী হিসেবেও থাকছেন এক ঝাঁক তারকা ও কিংবদন্তি ক্রিকেটার।
হায়দরাবাদের সহযোগী কোচ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচকে। স্পিন বোলিং কোচ হিসেবে আগে থেকেই আছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এই কিংবদন্তি স্পিনার গত কয়েক আসর ধরেই হায়দরাবাদে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
পেস বোলিং কোচ হিসেবে এবার হায়দরাবাদের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। আইপিএলের সর্বশেষ আসরে তিনি খেলেননি।







ঘোষণা দিয়েই ২০২১ সালের আসর থেকে সরে দাঁড়িয়েছিলেন স্টেইন। ২০২০ সালের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় হিসেবে থাকলেও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ মেলেনি তার।
এক আসর বিরতি দিয়ে এবার কোচ হিসেবে আইপিএলে ফিরছেন স্টেইন। এবারই প্রথম কোচের ভূমিকায় দেখা যাবে দক্ষিণ আফ্রিকা অন্যতম সফল পেস বোলারকে। অবসরের পরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ ধারাভাষ্যকরের ভূমিকায় দেখা গিয়েছিল স্টেইনকে।
হায়দরাবাদের কোচিং স্টাফে আছেন আরও এক কিংবদন্তি ক্রিকেটার। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ক্রিকেটের বরপুত্র হিসেবে খ্যাত ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারা। এছাড়া দলটির ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন হেমাং বাদানি।







Leave a Reply