৫ ছক্কায় ম্যাচ জিতিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে ঝড়, কমলা টুপির দৌড়ে রিঙ্কু-র এন্ট্রি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংস রবিবারের ম্যাচে হারলেও দারুণ পারফরমেন্স করলেন শিখর ধাওয়ান। ১৫০ স্ট্রাইক রেটে ৬৬ বলে ৯৯ রান করেন তিনি।

এখনও পর্যন্ত ৩ ম্যাচে ২২৫ রান করলেন শিখর ধাওয়ান। এরফলে কমলা টুপির দৌড়ে রুতুরাজকে টপকে গিয়েছেন ধাওয়ান। এখন তালিকায় দুই নম্বরে চলে এসেছেন রুতুরাজ।

২০২৩ আইপিএল-এ বল হাতে প্রথম হ্যাটট্রিক করে ফেললেন রশিদ খান। যদিও রবিবার চলতি আইপিএল-এর ১৩ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর দল গুজরাট টাইটানস হেরেছে, তবু এই ম্যাচে রশিদ খানের পারফরমেন্স ছিল নজর কাড়া।

ম্যাচের ১৭তম ওভার বল করতে এসে রাসেল, নারিন ও শার্দুলকে ফিরিয়ে ম্যাচের রঙ বদলে দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াই-এর শীর্ষে রয়েছেন তিনি। রশিদ খানের মতোই ৮টি করে উইকেট নিয়ে তালিকার দুই, তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও মার্ক উড।

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩টি উইকেট নিয়ে নিজেকে ফের প্রমাণ করলেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। এদিন ঋদ্ধিমান সাহা, শুভমন গিল ও সাই সুদর্শনকে ফিরিয়েছিলেন তিনি।

তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে ছয় নম্বরে রয়েছেন তিনি। এই তালিকায় ছয় উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন রবি বিষ্ণোই। আলজারি জোসেফ, মহম্মদ শামি, আর্শদীপ সিংরা ছয়টি করে উইকেট নিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সের পক্ষে একটি অসাধারণ ম্যাচ জেতানোর পরে কমলা টুপির দৌড়ে নিজের নাম লিখিয়েছেন রিঙ্কু সিং। ৩ ম্যাচে ১৬৮.৯৬ স্ট্রাইক রেটে ৯৮ রান করে তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছেন তিনি।

বিরাট কোহলির পরেই রয়েচেন তিনি। এদিকে ৩ ম্যাচে ১২০ রান করে কমলা টুপির দৌড়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন বেঙ্কটেশ আইয়ার।
আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটানসের বিজয়রথ থামিয়ে দিয়ে লিগ টেবিলের শীর্ষের দুই নম্বরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত এই তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।

তবে রাজস্থান, কলকাতা, গুজরাট, লখনউ, চেন্নাই, পঞ্জাব প্রত্যেকেই তিনটি ম্যাচের মধ্যে ২টি করে জিতেছে এবং প্রত্যেক দলের সংগ্রহ ৪ পয়েন্ট। তবে নেট রান রেটের হিসাবে একে রাজস্থান, দুই নম্বরে কলকাতা, তিনে লখনউ, চারে গুজরাট, পাঁচে চেন্নাই ও ছয় নম্বরে পঞ্জাব রয়েছে।

আইপিএল ২০২৩ পয়েন্ট টেবিল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*