
আরসিবির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে টস জিতল মুম্বই। টস জিতে মুম্বইয়ের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান আরসিবিকে। সুতরাং, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স।






সোফি ডিভাইনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ন্যাট সিভার ব্রান্ট। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। প্রথম ওভারের তৃতীয় বলে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফেরেন সোফি ডিভাইন। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। আরসিবি দলগত ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এলিস পেরি। প্রথম ওভারে ১ রান ওঠে।
শুরুতেই উইকেট হারিয়ে নড়বড়ে শুরু আরসিবির। দ্বিতীয় ওভারে ম্যাথিউজের বলে ৩ রান সংগ্রহ করে আরসিবি। তৃতীয় ওভারে ইসি ওং ৫ রান খরচ করেন। ১টি চার মারেন মন্ধনা। চতুর্থ ওভারে ৭ রান খরচ করেন ম্যাথিউজ। ১টি চার মারেন পেরি। ৪ ওভার শেষে আরসিবির সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। মন্ধনা ১০ এ পেরি ৬ রানে ব্যাট করছেন।
পঞ্চম ওভারে ন্য়াট সিভার ব্রান্টের বলে ১টি ছয় ও ১টি চার মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১১ রান ওঠে। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ২৭ রান। মন্ধনা ২০ রানে ব্যাট করছেন।






পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবির সংগ্রহ ১ উইকেটে ৩২ রান। মন্ধনা ২৩ বলে ২৪ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১১ বলে ৭ রান করেছেন পেরি।
৬.৪ ওভারে অ্যামেলিয়া কেরের বলে যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ২৫ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। আরসিবি ৩৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেথার নাইট। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৩৭ রান।
অষ্টম ওভারে বল করতে আসেন বাংলার সাইকা ইশাক। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করেন তিনি। ৮ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৪১ রান।
দশম ওভারে সাইকা ইশাকের বলে জোড়া বাউন্ডারি মারেন এলিস পেরি। ওভারে ১২ রান ওঠে। ১০ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ৫৬ রান। ২২ বলে ২০ রান করেছেন পেরি। ১১ বলে ১১ রান করেছেন নাইট।
১০.৬ ওভারে অ্যামেলিয়া কেরের বলে ইসি ওংয়ের হাতে ধরা পড়েন হেথার নাইট। ১৩ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। ৫৯ রানে ৩ উইকেট হারায় আরসিবি। ব্যাট করতে নামেন কনিকা আহুজা।






Leave a Reply