লাঞ্চের পরেই ভারতকে সাফল্য এনে দিলেন জাদেজা। যদিও একা জাদেজা নন, এক্ষেত্রে উইকেটকিপার কেএস ভরতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩৫.৫ ওভারে জাদেজার বলে মার্নাস ল্যাবুশানকে দুর্দান্ত স্টাম্প-আউট করেন ভরত।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন মার্নাস। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ১২৩ বলে ৪৯ রান করেন। অস্ট্রেলিয়া ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাট রেনশ।
পরপর ২ বলে ২টি উইকেট নেন জাদেজা। ৩৫.৬ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা ম্যাট রেনশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স কলে আউট হতে হয় ম্যাটকে।
তিনি গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়া ৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব। জাদেজা পরের ওভারের প্রথম বলে উইকেট নিলেই হ্যাটট্রিক পূর্ণ করতেন। যদিও সেই কৃতিত্ব অর্জন করতে পারেননি রবীন্দ্র।
৪১তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ৩টি চার মারেন স্টিভ স্মিথ। ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১০৫ রান। স্মিথ ১০২ বলে ৩৭ রান করেছেন। তিনি ৭টি চার মেরেছেন। হ্যান্ডসকম্ব ৮ রানে ব্যাট করছেন।
৪১.৬ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১০৭ বলে ৩৭ রান করেন স্মিথ। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া ১০৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি।
৪৬ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১২৯ রান। পিটার হ্যান্ডসকম্ব ৩৩ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। অ্যালেক্স ক্যারি ৭ বলে ১০ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।