ইডেনে টস জিতে উত্তরপ্রদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলা। ইশান-প্রীতম-শাহবাজের ত্রিফলা আক্রমণে ইউপিকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল-আউট করে দেয় বাংলা। প্রিয়ম গর্গ ৫৩ ও রিঙ্কু সিং ৭৯ রান করেন।
ইশান পোড়েল ৫টি, প্রীতম চক্রবর্তী ৩টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে বাংলাও যদিও মোটেও স্বস্তিতে নেই। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৯ রান তুলে।
সাজঘরে ফিরেছেন অভিষেক দাস, কৌশিক ঘোষ, সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদার। ১২ রানে নট-আউট থাকেন প্রীতম। ৩টি উইকেট নেন শিবম মাভি।
দ্বিতীয় দিনে প্রথম ওভার বল করতে আসেন শিবম মাভি। তৃতীয় বলে ১ রান সংগ্রহ করেন সায়ন শেখর মণ্ডল। ১২ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৪ উইকেটে ৩০ রান।
১৩.৫ ওভারে শিবম মাভির বলে শিবম শর্মার হাতে ধরা পড়েন প্রীতম চক্রবর্তী। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১২ রান করেন তিনি। বাংলা দলগত ৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন মনোজ।
২২.৫ ওভারে আকিব খানের বলে কৌশিকের হাতে ধরা পড়েন সায়ন শেখর মণ্ডল। ৪৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। বাংলা ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল।
৩০.৫ ওভারে আকিব খানের বলে রাজপুতের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ২৩ বলে ৩৩ রান করেন তিনি। মারেন ৭টি চার। বাংলা ৯৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।
৩৬.১ ওভারে শিবম শর্মার বলে প্রিয়ম গর্গের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। ১৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন শাহবাজ। তিনি ৪টি চার মারেন। বাংলা ১১৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ দীপ।
আকাশ দীপ মাঠে নেমে নিজের খেলা প্রথম বলেই ছক্কা মারেন। ওভারের চতুর্থ বলে আরও একটি ছয় মারেন তিনি। ৩৭ ওভার শেষে বাংলার স্কোর ৮ উইকেটে ১৩১ রান। মনোজ তিওয়ারি ৬২ বলে ১৬ রান করেছেন।
তিনি ৩টি চার মেরেছেন। ৫ বলে ১২ রান করেছেন আকাশ দীপ। তিনি ২টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে বাংলা প্রথম ইনিংসের নিরিখে ৬৭ রানে পিছিয়ে রয়েছে। শিবম মাভি ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন।