ঘরের মাঠে খেলা, তাতেও বাংলার ব্যাটিংয়ের বেহাল দশা। যে দলটি আগের ম্যাচগুলিতে দাপট দেখিয়েছে, ৪ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে, ২টি ড্র করেছে, সেই দলের কী করুণ পরিস্থিতি।
প্রথম সারির কোনও ব্যাটারই উইকেটে টিকতে পারেননি। অনুষ্টুপের ৯০ ছাড়া কুৎসিত অবস্থা বাকিদের। যার জেরে প্রথম ইনিংসে বাংলার লিড পাওয়ার আশা কার্যত নেই বললেই চলে। দ্বিতীয় সর্বোচ্চ অভিষেক পোড়েলের ২৪।
তৃতীয় সর্বোচ্চ ২২ করেছেন অভিমন্যু ঈশ্বরণ। বাকিরা কেউ দুই অঙ্কেই পৌঁছতে পারেননি। সাজহাদখান পাঠান ৪ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছেন সোয়েব সোপারিয়া। বাংলার ১ উইকেট বৃহস্পতিবার সকালে ফেলে দেওয়াটা একেবারেই বড় ব্যাপার নয়।
১ উইকেট হাতে নিয়ে মুকেশ কুমার এবং ইশান পোড়েলের পক্ষে ৮০ রান করাটা বেশ কঠিন। ওই চাপটা সামলে উঠে রান করাটাই সমস্যার।
দ্বিতীয় দিনের শেষে ৮০ রানে পিছিয়ে বাংলা
দ্বিতীয় দিনের শেষে বাংলা ৮০ রানে পিছিয়ে রয়েছে। এ দিকে ৯ উইকেট পড়ে গিয়েছে তাদের। লিড পাওয়ার কার্যত কোনও সম্ভাবনা নেই। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান বাংলার।